বৃষ্টি তুই কি আজও কাঁদিস মেঘের কথা ভেবে ?
কেন তোরা হারিয়ে গেলি উজান স্রোতের বেগে ?
জানিস কি তোরা, ঐ নীল দিঘির মাঠে
তোদের নাতিরা খেলা করে একে অপরের সাথে
আজও মেঘ একলা হয়ে ঠিক দৌড়ে চলে
লাঠি হাতে প্রাতঃ ভ্রমণ প্রেসার কমবে বলে
দিঘির ধারে তোদের দুজনকে, দেখতে পেলাম কাছে
ভেবেছিলাম থাকবি তোরা একে অপরের পাসে
হটাত শুনি বৃষ্টি তোর বিয়ে হয়েছে পাকা
মেঘের চোখে জল আর পকেটটা পুরো ফাঁকা
বৃষ্টিরে তুই ভীষন সুখী, মস্ত তোর শ্বশুরবাড়ি
স্বামী তোর বিশাল ধনী, চাকরি করে সরকারী
ডুবল মেঘ তিন চার মাস নোনা জলের মাঝে
সব ভুলতে ডুবল সে কি একটা কাজে
যুদ্ধ করে জীবনটাকে মেঘ কাটালো বেশ
আজকে মেঘ একলা পথিক, জীবনটা প্রায় শেষ
মেঘও জানে ফিরবিনা তুই যত কান্না হোক
তোবুও কেনো মেঘের ভেজা অলস দুটো চোখ ?
আজও মেঘ দিঘির ধারে যায় যে কাজের ফাঁকে
বৃষ্টির জন্য আজও সে একই অপেক্ষায় থাকে
রচনাকাল : ২০/১১/২০১৩
© কিশলয় এবং Dibyendu Chatterjee কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।