অন্ধকারের বাধা শেষে,
কে কে যাবি আলোর দেশে,
থাকবি যেথায় মুচকি হেসে...
ব্যাথার গ্লানি থাকবেনা আর,
হাসি খুশির মহা সম্ভার..।
তরুণরা সব আয় ছুটে আয়,
এইতো সময় যায় বয়ে যায়।
জয় করার ঐ তীব্র নেশায়...
সব বাধাতে থাকবি অটল,
দুর্গমতায় থাক অবিচল...
দুঃখীর মোখে ফুটবে হাসি,
মুক্ত হবে বন্দি দাসী,
করবি তাদের স্বপ্নবাসি...
তোরাই এখন আলোর আভা,
গন গনে ঐ যেমন লাভা...
ভয় নেই তোর, নেই কোন ক্ষয়,
মহান পথে নেই পরাজয়,
সামনে আছে মহা বিস্ময়...
এগিয়ে চল তুই ধূম্র বেগে,
ঘুমন্তরা সব উঠবে জেগে...
তোর সাহসী মনের দরুন,
হাতছানিয়ে ডাকছে অরুণ,
গর্বিত তুই দেশের তরুণ...
দুঃখীর জন্য আনবি সম্মান,
তোর তরে মোর আই আহবান...।
রচনাকাল : ২/৭/২০১২
© কিশলয় এবং MOHAMMAD SHARIFUL ISLAM কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।