সন্ধ্যে ঘুরে রাত নামে এই শহরে একদল শূণ্যরাস্তা ঘোরে আমায় ঘিরে ছাদের সিঁড়ির কোনে চাঁদের আলো তোমার বাঁশির মিষ্টি সুর আমার কাছে ভালো। রাত রেড়ে ওঠে এই শহরের ওলি-গলিতে একদল কালো ছায়া বাসাবাঁধে ওই ঘরের কোনে তখনও সেই বাঁশিওয়ালার সুর বাজছে আমার কানের পাশে। রাত হয়ে আসে শেষ ওঠে সূয্যির আলো শান্ত শীতল শহর হয়ে ওঠে ঘর্মাক্ত কর্মের শেষে বাঁশিওয়ালা যখন বিদায়ী সুরে হারায় ঘুমন্ত শহর তখনও চাদরের তলায়।।রচনাকাল : ১৭/৭/২০১২