পৃথিবী জুড়ে দেখেছি ঘুরে, এইতো আসল শিক্ষা ,,,
নামেতে নয় কর্মে পরিচয়, দিয়েছেন এই দীক্ষা ...
জীবনের দান আত্মসম্মান, আঁধারে দিয়েছেন আলো ,,,
হাত পায়ে ধরি অনুরোধ করি, জ্ঞানের আলো জ্বালো ...
শুধু জন্ম হলে মানুষ বলে, থাকে না পরিচয় ,,,
দিয়ে হুশ প্রকৃত মানুষ, জীবনকে করে অবক্ষয় ...
ঝড়ে অকালে গাছের ডালে, ছিন্ন যেমন পাতা ,,,
ঝড়েতে যেমন শিক্ষক তেমন, বিপদে মাথার ছাতা ....
শিক্ষা নিয়ে জ্ঞানবান হয়ে, জীবনের পথ চলা ,,,
শিক্ষার দানে জীবনের টানে, সত্য কথা বলা ...
সমাজে গড়া উচু পথে যারা, আলোকিত সব শিক্ষায় ,,,
সকলে আজ সমাজের সাজ, শিক্ষা গুরুর দীক্ষায় ...
জীবনপথে চলার রথে, অজানা সবকিছু ,,,
ফুটেছে আলো সরিয়ে কালো, ছেড়েছে ছায়ার পিছু ...
সকল শিক্ষা নয়তো ভিক্ষা, কিছু জীবনের শুরু ,,,
চলার পথে জীবন রথে, তুলেছেন শিক্ষা গুরু ...
রচনাকাল : ২৭/৮/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।