***++ "মরণব্যাধি করোনা" ++***
_______ :-) "সুজন কুমার রায়"
এলো কিভাবে কিসের পাপে, করোনা ব্যাধি এমন ,,,
মানুষ আজ ঘরের সাজ, ঠিক আসবাবপত্র যেমন ...
রেখেছে বেঁধে ঘরের সাথে, হয়েছে মানুষ বন্দি ,,,
নেই ভেদাভেদ কিংবা প্রভেদ, মানুষ পশুর অভিসন্ধি ...
লক্ষ কোটিতে মানুষ মারতে, আতঙ্ক রাখতে মনে ,,,
মনেতে ভয় ক্ষিদের জ্বালায়, মরিছে প্রতিটি ক্ষণে ...
দেখ দিয়ে হুশ পথের মানুষ, মরিছে পেটের জ্বালায় ,,,
তাদের দেখে মুখটি ঢেকে, করোনাও দূরে পালায় ...
আজকে বিশ্ব হয়েছে নিঃস্ব, তালাবন্দি মানুষ হয়েছে ,,,
নেই কোন পথ পদেই আঘাত, করোনা যেন করেছে ...
হয়েছ খুশি ইহাই বেশী, করোনা এবার মুক্তি দাও ,,,
যা করেছ মানুষ মেরেছ, এবার তো বিদায় নাও ...
রক্ষা করো এবারে ছাড়ো, তোমারে জানাই সেলাম ,,,
তোমাকে তবু ভুলবো না কভু, অনেক শিক্ষা পেলাম ...
বলছি তোমারে ছেড়ে দাও এবারে, বিস্তৃত রূপ ধরোনা ,,,
হাতে পায়ে ধরি অনুরোধ করি, ওহে মরণ ব্যাধি করোনা ...
রচনাকাল : ৯/৪/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।