***++ "আতঙ্কের কোভিট" ++***
_______ :-) "সুজন কুমার রায়"
চারিদিকে হলো শুরু অজানা এক কারু, করোনা দিয়েছে হানা ,,,
এসেছে মহাতান্ডব হবে কি লাঘব, এ যে এক যন্ত্রণা অজানা ...
চীনের উহান প্রদেশে নতুন আবেশে, বসায় প্রথম থাবা ,,,
হবে এমন টান যাবে লোকের প্রাণ, যায়নি তো ভাবা ...
মরছে মশা হাতি দিকে দিকে প্রাণঘাতী, এসেছে মহামারী ,,,
পরিত্রাণের আশায় বাঁচার ভরসায়, সকলে চিৎকার ছাড়ি ...
এপথ ছেড়ে বাঁচতে পারে, উপায় হলো সচেতনতা ,,,
মেনে চলতে হবে নব্য সৃষ্টির ভবে, কিছু সাবধানতা ...
হলে সর্দি হাঁচি কিংবা হলে কাশি, থাকো কিছুটা দূরে ,,,
মুখ ঢাকা চাই রুমাল মাঝে তাই, কিংবা নরম টিস্যুর পরে ...
কান মুখ চোখে কিংবা নাকে, সদা করিও না আঘাত ,,,
বাইরে থেকে এলে পানি কিংবা জলে, ধুয়ে নিয়ো দুটি হাত ...
মুখ নিও মুছে সব জেনে বুঝে, রাখো মুখ ঢেকে বাহুতে ,,,
যেন আসতে না পারে শরীরের কাছে ধারে, করোনার রাহুতে ...
তবু সাবধানে থেকো মনেতে রেখো, করিও না অবহেলা ,,,
করিও বিশ্বাষ ধরলে এই ভাইরাস, বন্ধ হবে সব খেলা ...
খাওয়ার আগে কিংবা পরের ভাগে, হাতটি ধোয়া চাই ,,,
বাঁচার স্থান কিংবা স্বাস্থ্যবিধান, মেনে চলতেই হবে তাই ...
শরীরে হলে জ্বর হাঁচি কাশির পর, কিংবা হলে শ্বাসকষ্ট ,,,
হাসপাতালে যেও সুচিকিৎসা নিও, সময় না করে নষ্ট ...
ভাই বোন আর আত্মীয় স্বজন, এড়িয়ে চলতে হবে ,,,
বাইরে থেকে এসে থেকো না বসে, পরিধান বদলাবে ...
সরিয়ে ভয় থেকো ভরসায়, সাবধানতা অবলম্বন করো আজ ,,,
আতঙ্ক না ছড়িয়ে মনে শক্তি বাড়িয়ে, সতর্কতাই একমাত্র কাজ ...
সতর্ক না হলে কিংবা ভুলে গেলে, সামন পিছন বুক পিঠ ,,,
ধরবে বাঁধি এই মরণ ব্যাধি, করোনার আতঙ্কিত কোভিট ...
রচনাকাল : ১৮/৩/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।