কে বলে তুই কৈলাশে তে
আবার যাবি ফিরে
কে বলে তুই একটি বছর
আসবি আবার পরে।
কে বলে তোর সিংহ বাহন
দশ হাতে তোর অস্ত্র
কে বলে তুই অসুর কে বধ
করতে শুধুই ব্যাস্ত।
কে বলে তুই মহামায়া
যায় না দেখা তোকে
আমি তো রোজ পথে ঘাটে
দেখি আদুর চোখে।
কখনো দেখি কারখানাতে
মাথায় বোঝা নিয়ে
কখনো দেখি স্টেশন ধারে
দাঁড়িয়ে লাইন দিয়ে।
কখনো দেখি ফুটপাতে তুই
পাগলি ভিখারিনী
কখনো দেখি শপিং মলে
তুমিই মায়াবিনী।
কখনো দেখি দুর্গা শিশু
পথের ধারে পরে
সদ্যজাত তুমিই উমা
স্থান পাও আস্তাকুড়ে।
কল্প দুর্গা তোমায় সবাই
মা রূপে তে চায়
কন্যা রূপে আসলে তুমি
ভীষন কষ্ট পায়।
কিন্তুু কন্যা রূপেই কোথাও তুমি
সকল বোঝা বও
কোথাও তুমি ঘরের বধূর
জায়গা করে নাও।
সন্তানদের বই এর বোঝা
তোমার কাঁধেই থাকে
বড়ো হলে তারাই তোমায়
আড়াল করে রাখে।
তোমায় দেখি চাষের মাঠে
বুনতে ধানের চারা
কখনো দেখি রাজনীতিতে
তুমি যে আত্নহারা।
কখনো খাঁকি উর্দি পরে
আইন রক্ষা করো
কখনো প্লেনের চালিকা হয়ে
আকাশ পানে ওড়ো।
তুমিই আবার ধর্ষিতা হও়
পথে,ঘাটে,প্রান্তরে
শিশুর মুখে অন্য জোগাতে
তুমি থাকো অনাহারে।
নারী রূপে আসল দুর্গা
আছে সকল ঘরে
তবুও পূজার প্যান্ডেলে তে
কেমন লাইন পড়ে।
কল্প দুর্গা তোমায় সবাই
মা রূপে তে চায়
কন্যা রূপে আসলে তুমি
ভীষন কষ্ট পায়।
দেবী রূপে তোমায় পূজি
পায়ে তে দিই ফুল
ঘরের দুর্গা পায় না আদর
আজব মানব কুল।
রচনাকাল : ৭/৩/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।