সৃজনের সৃজনী, এক বিকল্পহীন সত্তা৷
পরমা প্রকৃতির অংশ রূপে,
গুরু দায়িত্বের উত্তরাধিকার—
শুধুই যে তার৷
অন্য কারো সাধ্য যে নেই
বইতে পারে এ দায়ভার!
সামাজিক কিছু অচলায়তনে
নামে "শৃঙ্খলা" শৃঙ্খলে;
এক পা খোঁড়া সভ্যতা কি
এগোতে পাবে এইভাবে?
দুই সত্তার মিলিত প্রয়াসে
সৃষ্টি-পালন-সংহার—
সঠিক আনুপাতিত মিশেলে
সমতাবিধান উপহার৷
স্বাতন্ত্র্যের স্বাধীন আকাশে দ্বিধাহীন উড়ানে,
দায়বোধ যেন না যায় হারিয়ে বিস্মৃতির অতলে!
আনুষ্ঠানিক দিন যাপনের নেই তো সার্থকতা,
বছরের বাকী দিনগুলো যদি চেতনে না থাকে তা!
মানবিক অধিকারগুলো হোক সুরক্ষিত;
অন্যথায় সভ্যতা-সূর্য হবেই অস্তমিত!
পেলবতা আর কঠোরতার অনন্য সমাহার—
স্বতন্ত্র এক স্বাধীন সত্তা, সাথে থাক দায়ভার!
রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং উৎস ভট্টাচার্য্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।