কবিতা - নিঃশব্দ রোদন
কলমে - জয়া বসাক
সব লক্ষ্মী মেয়ে লক্ষ্মী নয় । সেতো বাড়ির প্রত্যেকের ,সমাজের জন্মানোর সময় শুধুমাত্র ভ্রূণ হয় ।
তাকে মেরে ফেলা খুব সহজ । সবার আড়ালে, খুব সহজে - - নিঃশব্দে ।
বাড়ির বউয়ের পরিচয়, পনের কথায় । উঠতে বসতে বিভৎস আগুনের ছ্যাকা খায় ।
দশ হাতে, বিষ্মব্রমাণ্ড সামলেও তাদের শ্রমকে , শিল্পকে দুমড়ে - মুচড়ে গুড়িয়ে মেরে,
জয় ধ্বনি দেয় - " বলো দূর্গা মাইকি " - দূর্গা পূজা করে ।
অনেক তো হলো বিদ্যে - বুদ্ধি কলেজ , স্কুল পড়ুয়া যত -
রক্তে আরও বিষ মিশিয়ে সবাই বাড়ায় হাজার গুণ ক্ষত ।
পরিবারের সক্কলে ' বিয়ে বিয়ে ' নিয়ে প্রেসারের ভোগে সংস্কারে, কন্যাদানে মুক্ত হয়ে নাকি আলো আসবে আর ঘুচবে অন্ধকারের ।
রাত্রের বেশ্যা বলে রক্তক্ষরণ ঘটাও তোমাদের শিশ্নে । রক্ত পোরা আর মূণ্ডমালা চিৎকারে দাও প্রবাদ ধর্ষণে ।
দিয়ে যাও যত কপাল লেপটে, সিঁদুর উল্টে, পশুর মতো আমাদের বলি দিয়ে - - -
কিছুইতো হলো না , লক্ষ্মী দূর্গা সরস্বতী আর কালী হয়ে ।
বলো কোন খানে শেষ ?
কোন দিনে , কোন যুগে কবে হবে তোমাদের লক্ষ্য অবশেষ ?
রচনাকাল : ৪/৩/২০২০
© কিশলয় এবং জয়া বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।