প্রতিনিয়ত তোমার সকাল সূর্য্য উঠার আগে,
প্রতিনিয়ত তোমার সন্ধ্যা রান্নাঘরের কোণে,
পরিবার পরিজন যখন সান্ধ্য চায়ে অথবা
সান্ধ্য আড্ডায় বসার অপেক্ষায়,
সুগন্ধে নিজেকে সাজিয়ে বাহিরে যাওয়া,
সেই তখনো -
তুমি একবেলার অন্ন শেষে তৈরী হও
আরেক বেলার অন্ন যোগাড়ে।
সেই তুমি একেবারে বিনা খরচে,
বিনা বেতনে সংসারের জোয়াল কাঁধে,
সন্তান উৎপাদন আর প্রতিপালনে দিনমান,
খেটে মরা আমার মা, আমার বোন,
আমার প্রিয়া, আমার প্রিয়তমা,
প্রতিদিনের যাতনায়, প্রতিদিনের
যন্ত্রনার নির্মম কষাঘাতে দিন কাটাও,
অবহেলা আর অসাম্যের পরিহাসে।
বছরের প্রতিদিন খেটে খাওয়া
মায়েদের এইসব দিনরাত্রি,
কেটে যাওয়া নিঃসঙ্গ সময়,
চার দেয়ালের আবদ্ধ দুনিয়া,
বের হওয়ার চেষ্ঠা থামিয়ে দেয়,
ধর্ম - অধর্মের নিষিদ্ধ বিধিনিষেধ,
পুরুষ নামক কতিপয় ধর্ষকের লালসা,
নারী স্বাধীনতার নামে ভোগ্যপণ্য
অথবা স্বল্প বসনা পণ্যের বিজ্ঞাপন
ঝরে পরা নিষ্পাপ মন,
কালো থাবায় ভেঙ্গে যাওয়া
সাজানো বাগান, সবকিছু মিলেমিশে
আসে, বছরের মাত্র একদিন,
জন্মের আজন্ম পাপের মতো,
পুঁজিবাদী সমাজের নারীদিবস।
রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।