জন্মতে তাদের নানান প্রশ্ন ওঠে
জন্মালেও ওঠে হাজার আঙুল
জন্ম থেকেই প্রশ্নের জালে আটকা পরে
জাল ভেঙে বেরোলেই অন্য জালেরই অন্যরূপ
শিক্ষা অর্জনেও আসে প্রশ্নের তীর শিক্ষিত হয়ে করবে কী?
সেইতো পরের ঘরের সম্পদ সে রান্নাঘর টাই শেষ ভবিতব্য
যারা এরকম মন্তব্য করে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত
সত্যি কী নারীরা স্বাধীন তারা তো চাবি দেওয়া পুতুলের মতো
ব্যর্থ যত আবেশ ধর্ষণকারীরা এখনও নিরপরাধ
ধর্ষণের কারণ সে তো নারীদের উগ্ৰ সাজ পোশাক
রাতের আকাশ এখনও সে পাখা মেলতে পারেনা
দস্যুদের কুনজরে নারী মানেই ভোগ্য তারা মানা মানেনা
সারাটা দিন রান্নাঘরে কাজ করার পর
দিনের শেষে শুনতে হয় সারাটা দিন কি করো?
স্বাধীনতার নামে কী বা পেলাম
এখনও সবকাজে নিতে হয় আদেশ
নারীরা কী পেয়েছে স্বাধীনতার সুখ না তাদের কাছে এখনও সবটাই স্বাধীনতার অসুখ।।
রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং শুক্লা মাজি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।