সে এক যৌথ পরিবারের জেষ্ঠ্যা কন্যা;
ভোরের আলো গায়ে মেখে তার দিন শুরু -
নিজের নিয়ম মাফিক কাজ,শিব পুজো,
মায়ের ফরমাশ সামলে প্রেমিকের ঘুমের স্রোত কাটিয়ে সে বছর পঁচিশের পরিপূর্ণা।
- সে তার পরিবারের জেষ্ঠ্যা কন্যা।
সে বাবার বাধ্য,স্নাতকোত্তর এক মেয়ে;
পড়ার মাঝে ভাইয়ের টিফিন, বাবার খাবার, বোনেদের সখ-আবদারে সে
তার ভালোবাসায় সারা বাড়ি রেখেছে ছেয়ে।
সে যে সাধারণ ঘরের এক মেয়ে..
সে আধুনিকা, সে বিচক্ষণা এক যুবতি,
তথ্য-প্রযুক্তির পাঠ শেষে সে টেট ক্লাসের দৌড়ে-
অঙ্ক-টঙ্ক মাথায় নিয়ে, মাপে-ফেরার ট্রেনের গতি
ভর সন্ধ্যায় সে,আর তার ট্রেনে যুদ্ধের পরিস্থিতি! তখন সে এক বীরাঙ্গনা যুবতি..।
সে দায়িত্বশীলা, অনুভবী এক নারী,
প্রিয়জনদের জানিয়ে সময়ে সে পৌঁছে যায় মফ্স্বলের প্রান্তে -সেই..যে তার বাড়ি;
সে - মানসী, সে আমার দেখা আর্দশ এক নারী।
রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।