একলা ঘরের একলা কোনে,
একলা মানুষ একলা মনে,
এই খানেতেই ভীষণ খুঁজি
একটু অবুঝ একটু বুঝি।
তুমি আমার বন্ধু হবে ?
আমার সাথে হারিয়ে যাবে ?
চলোনা আজ দুজনে যাই,
কান্না-হাসির ঠিকানা পাই।
কোথায় তারা? কোথায় থাকে?
খুঁজব মোরা সে দেশ টাকে।
গাছের ডালে পাখির বাসা।
একটু ঘেরা একটু ঘেঁষা।
তার পাশেতেই আকাশ কুলে
কান্না হাসির জড়া তুলে
কাদঁব মোরা হাসব আবার।
সেই সুরেতেই ভাসব আবার।
সেই সুরেতেই আলতো ছোঁয়া
গভীর নদীর ছোট্ট খেঁয়া
দুলব মোরা দোদুল দোলে।
ভুলব সবই ছোট্ট ভুলে।
কেন আছি? কোথায় যাবো?
সব ভোলাবো আর হারাবো।
হারানো কি অতই সোজা?
ভাবতে কি দোষ? কতই মজা।
কিন্তু না না সে কি হবে?
স্বপ্ন দেখি, সত্যি হবে?
তাইতো আমার ঘরের কোনে
পড়ে আছি নিজের মনে!
কিন্তু মনের স্বপ্ন যে হায় -
বুকের মাঝে চায় যে তোমায়
ভাবলে যদি ভিড়ের ঝড়ে
বন্ধু বলে ডাকবে মোরে,
ডাক দিয়ে যেও বন্ধু বলে
কান্না হাসির স্বপ্ন ভুলে।
রচনাকাল : ১৪/৭/২০১১
© কিশলয় এবং Ranjan Nandi কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।