সারাদিন বাস চালাই, একই রাস্তা, একঘেয়ে তাই , পেছন থেকে বলে ওঠে, ‘জোরে চালা এত ভিড় , আর কি চাই ?’ তোমার মতো একটা আমি, আমার কাছে, আমি দামি, চোখের জলে পেট ভরে না , তাই রোদে, ধোঁয়ায় অনেক ঘামি । এত আলো , তবু রাস্তা কালো, ভূতের বোঝা বইছি ভালো ! সামনে পাপ পেছনে পাপি, মনের জোর, রাস্তা দেখাল । কিছু কল্পনা , কিছু বিশ্বাস না পাওয়ার একটা দীর্ঘশ্বাস । তার পরেই বাস্তবের হাতছানি, কষ্ট মানেই বাঁচার আভাস ।রচনাকাল : ২৮/৮/২০১১