প্রথম দর্শন
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : শিখা চট্টোপাধ্যায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , মার্চ
প্রকাশিত ৩৫ টি লেখনী ৪১ টি দেশ ব্যাপী ২০৯৬৯ জন পড়েছেন।
প্রথম দর্শণ

 আট মাসের মুন্নিকে নিয়ে হিমসিম খাচ্ছে সুমিতা | সবই ভাল,খাওয়া দাওয়ায় ঝামেলা নেই| ঘুমও ঠিকঠাক, শুধু খুব চেনা অচেনা নিয়ে ঝামেলা |কোন অপরিচিত দেখলেই কান্না |বাড়ীতেও সবার কাছে যায় না | সুমিতার কাজে বেরোতে অসুবিধা হয় |
ছয় মাস বয়স অবধি কিছু অসুবিধা ছিল না |হঠাৎ গত মাস থেকে এরকম সুরু করেছে | ওর রেগুলার চেক্আপ এর শিশু চিকিৎসক ডাক্তার মিত্রর কাছে নিয়ে গেল | ডাক্তার মিত্র খুব আমুদে লোক |মুন্নি ওনার কাছে বেশ ঠিক থাকে|ডাক্তার মিত্র শুনে হেসে উঠলেন | বললেন, "স্বাভাবিক তো !"
"শিশুদের cognitive development এর এটা একটা দিক।"
"চিন্তা করবেন না । আপনার মেয়ে চেনা, অচেনা,সবার কোলে ঝাঁপিয়ে চলে গেলে আপনি কি  নিশ্চিন্তে থাকতেন?"
একটু মন হাল্কা করে বাড়ী ফিরল।ভাবল ডাক্তার মিত্রের সবসময়ই এই সুন্দর পরামর্শ, সাহায্য, সুমিতা কে মনে অনেক সাহস দেয়।

একদিন সদর ঘরের দরজায় মুন্নিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ,রাস্তায় লোকজন, গাড়ী ,দেখাচ্ছে ,মজা করে করে |হঠাৎ দেখে ডাক্তার বোস গাড়ী থেকে নামছেন| একটু অবাক চোখে দেখলো সুমিতা| এগিয়ে এলেন গেটের দিকে |হেসে বলললেন," রুগী দেখতে এসেছিলাম |তোমাদের দেখে নেমে পড়লাম |"সুমিতাও খুব খুশী হয়ে ভিতরে আসতে বলল |
 ডাক্তার বোস এর হাতেই তো মুন্নির জন্ম |এদিকে একটু ভয়ও পাচ্ছে সুমিতা | মুন্নি এখন কান্না জুড়লেই মুস্কিল |উনি কতো স্নেহ নিয়ে এসেছেন মুন্নির কাছে |
 অবাক কান্ড| মুন্নি খিলখিল করে প্রায় সদ্য ওঠা দাঁত বার করে হেসে উঠল |অবাক হয়ে সুমিতা বলল ডাক্তার বোস কে, যে মুন্নি নতুন কাউকে দেখে খুব কাঁদে | ডাক্তার বল্লেন ,"আরে আমি নতুন নাকি, আমার সাথেই তো ওর প্রথম দর্শন |এই দুটো হাতেই ওকে ধরলাম,যখন ও পৃথিবীতে এলো" |   সুমিতা অবাক হয়ে তাকিয়ে রইল | ভাবলো ,সত্যিতো,এইভাবে তো ভাবিনা ,আমরা | নীচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল,ডাক্তার বোস কে |বলল,"চিরকাল মনে রাখব ,আমার মেয়ের সাথে আপনার প্রথম দর্শণের কথা "| হেসে বলললেন " আমাকে তোমার ভোলা মুস্কিল " ।
ডাক্তার বোস একগাল হেসে হাত নেড়ে গাড়ীতে উঠলেন |সুমিতার গলাটা একটু ভারী হয়ে এলো|
ভাবলো ও জানেনা যে শিশুর মনস্তত্ত্ব তে এর কোন ব্যাখ্যা আছে কিনা ! হয়ত আছে । বা গবেষণা হচ্ছে  অনেক । কতরকম গবেষণার কথা তো  পড়েছে, মায়ের ভিতরে থাকাকালীনই শব্দ শুনে শিশু । মনে রাখতে পারে । পরে জন্মের পর চিনতে পারে । গবেষণার শেষ নেই । আজ মুন্নির হাসি  সুমিতা কে অনেক বৈজ্ঞানিক চিন্তা এনে দিল,মনের ভিতর 

দুই ডাক্তারের হাত ধরে মুন্নির আসা ও বড়ো হয়ে ওঠা ।ডাক্তার বোস তো  মুন্নি ও সুমিতা দুজনের জীবন নিয়ে সেদিন যুদ্ধ করে ওদের বাঁচিয়ে ছিলেন ।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় চোখে জলই এলো সুমিতার ।
রচনাকাল : ২৬/৬/২০২০
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 18  France : 6  Germany : 6  India : 197  Ireland : 11  Russian Federat : 18  Saudi Arabia : 5  Sweden : 3  Ukraine : 11  
United States : 188  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 18  France : 6  Germany : 6  
India : 197  Ireland : 11  Russian Federat : 18  Saudi Arabia : 5  
Sweden : 3  Ukraine : 11  United States : 188  
লেখিকা পরিচিতি -
                          শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।

তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন।

তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে।

লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ । 
                          
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রথম দর্শন by Sikha Chattopadhyay is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৭৭৩৩১