ভাবনা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : শিখা চট্টোপাধ্যায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , মার্চ
প্রকাশিত ৩৫ টি লেখনী ৪২ টি দেশ ব্যাপী ২২৬১২ জন পড়েছেন।
ভাবনা

জীবন সায়াহ্নে এসে পৌঁচেছে অমিতা |অবসর নিয়ে হাতে পেয়েছে কিছু অবসর | একান্ত নিজেরই | সমাজবিদ্যায় পজ়াশুনা | গবেষণাও | যদিও এই নিয়ে মনে বেশ হতাশা |একটি পত্রিকা থেকে অনুরোধ এসেছে ,দেশের সামাজিক উন্নয়ন নিয়ে কিছু লেখার | এই 'উন্নয়ন' শব্দটি আজকাল ওর মনে এক বিরক্তি এনে দেয় বারবার | খাতা,কলম নিয়ে বসল ,অগাধ চিন্তা নিয়ে |
হঠাৎ স্মৃতির কোন অতল জলে ভেসে উঠল সবুজ বনের মধ্যে এক সরু মাটির রাস্তা |বয়স ওর তখন দশের কাছে |বনের মধ্যে এক পাথরের ঢিপির ওপর বসেছিল ও,সাথে মা আর ছোট ভাই |দূর থেকে দেখে একটি মেয়ে আসছে, মাথায় গাছের কাঠের বোঝা | পাশে ওর ছোট্ট মেয়ে, মোটে বছর ছয় হবে | তার মাথায়ও কাঠের বোঝা |ছোট্ট হাত দিয়ে সামলে নিচ্ছে বারে বারে |কি সুন্দর দেখতে দুজনেই। |
বড় মেয়েটি হেসে এগিয়ে এল ,ভাঙা বাংলায় বলল ,ওখানে সাপ আছে মাইজি | বসো না | ওরা তো লাফ দিয়ে উঠে পড়ল |
অমিতারা পূজোর ছুটিতে গিয়েছিল শিমূলতলা |ওদের পারিবরিক বাড়ী ছিল ওখানে |বাড়ীটা একটু আদিবাসী গ্রাম ঘেঁসা | তখনও বিদ্যুত আসেনি ওখানে | এক আদিবাসী কে বাড়ীতে রেখেছিল কাজের জন্য কদিন | নাম  হরুয়া | মা কথা বলে জানলো মেয়েটি হরুয়ার বৌ |আর ছোটটি ওদের মেয়ে | বৌ আর মেয়ে কাঠ নিয়ে যায় শহরের কাঠের গুদামে | অনেক দূরে পায়ে হেঁটে |হরুয়া বাঙালী বাবুদের বাড়ী দেখে অল্প কিছু পায় |
এ ভাবেই ছোটো থেকে খেটে বড় হতো ছোটনাগপুরের আদবাসী গ্রামের মেয়েরা | শিশু শ্রমিক থেকে বয়স্ক নারী শ্রমিক, হয়ে জীবন কাটতো ওদের | 
চলে আসার দিন জেনেছিল ,হরুয়ার মেয়ের খুব অসুখ | হরুয়া আসেনি | পরে বেশ কিছুবার গেছে | কোন খবর পাইনি | ওদের বাড়ী এক অবাঙালী কিনে নিয়েছিলেন ,অল্প দামে |
কোথায় হারিয়ে গেল ওরা জানেনা | তারপর তো সবই ইতিহাস |
শিশুটির মুৃখ খুব মনে পড়ে | প্রকৃতির সৌন্দর্য্যের পাশে এক কঠিন বাস্তব |প্রকৃতির কোল ঘেঁসে লুকিয়ে থাকে কিছু দুঃখ | আমাদের চোখে পড়েনা হয়তো |
ইচ্ছে হলনা পত্রিকার লেখায় আর তখন!  সাজানো,ছাপানো পরিসংখ্যান নিয়েইতো লিখতে হবে   |যেতে হবে,দেখতে হবে,নিজের চোখে ! তারপর লিখবে কিছু |
খাতা,কলম বন্ধ করে দিলো অমিতা |
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 33  France : 7  Germany : 5  India : 203  Romania : 1  Russian Federat : 12  Saudi Arabia : 5  Sweden : 15  
Ukraine : 11  United Kingdom : 4  United States : 215  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 33  France : 7  
Germany : 5  India : 203  Romania : 1  Russian Federat : 12  
Saudi Arabia : 5  Sweden : 15  Ukraine : 11  United Kingdom : 4  
United States : 215  
লেখিকা পরিচিতি -
                          শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।

তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন।

তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে।

লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ । 
                          
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভাবনা by Sikha Chattopadhyay is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮১৫৩