তোর মনের গভীরে, নীরব রাতের জেগে থাকা, ঘুমোতে চেয়ে, শূন্য মনে- তোর হাসির প্রভাত রাখা... এমন তো হয়নি আগে চোখ ঘুমলে মনটি জাগে এতও রঙের রামধনু... সাতটি রঙ ছিল আগে । চাওয়া পাওয়া অনেক বড়; তবু তোকে চাই আরও; বৃষ্টি ভেজা রাতের পাখি, প্রভাত খোঁজে রাতের বারো... কবিতার শেষে, এসে রাতপরীর-ই বেশে... ঘুম পাড়ানি গান শোনাবি ? এই জলছবির দেশে ...... জেগে জেগে স্বপ্ন দেখা... স্বপ্ন শেষে ভীষণ একা ।রচনাকাল : ২৩/৬/২০১১