প্রতিদিন সকালে উঠলে একটা লড়াই
প্রতিপক্ষ না থাকলে , ছায়ার সাথে ...
ঘুমতে যাওয়ার আগে...
জিতলাম, হারলাম, হিসেব নিকেসের খাতে,
চাদরের মোড়কে আমি স্বপ্ন পোড়াই ।
আকুরিয়ামের মাছগুলো ঘুরপাক খায়,
আর বৃষ্টির দিনে একা আমি,
ফোনের কোনে শব্দগুলো,
বৃষ্টির শব্দের সাথে মিশে যায়......
আর বৃষ্টির ফোঁটা অনবরত......
মেঘ চোখে ঝরে যে জল,
তার জন্য হয়তো বর্ষা নামে না...
যখন বৃষ্টির আনন্দে নেচে ওঠে মন,
তখন মেঘ কারুর চোখ হয়না ।
হলেও তো বোঝা যাবেনা ।
রচনাকাল : ২১/৬/২০১১
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।