একটি বিষধর সাপ,
ফেলছে পায়ের ছাপ ।
নীলচে ছাপ তার,
বাপরে বাপ ।
সাক্ষ্য আছে,
দেখছে তারা,
রাজা হয়ে পাগলপারা ।
প্রজাহীন রাজা,
খায় ব্যাঙ ভাজা ।
খাচ্ছে দাচ্ছে, পাচ্ছে সাজা।
আর অনাহারে ভুগছে যারা,
সাপ ছাপ খুঁজে খুঁজে সারা ।
চাইছে হতে রাজা,
করছে নামাজ কাজা ।
একটা ডুমুর গাছে ফুল,
কেউ করছে না কেউ ভুল,
হচ্ছে সনাত্মকরন ।
যা চাই তাই,
পাচ্ছে সবাই।
কান্না ভুলে হাসছে,
কুঁড়ের মত কাসছে।
প্রলয় একটা আসছে।
দুঃখ পেতে পাচ্ছে ভয়
সবাই সুখী হয়ে হাসছে ।
পায়ের ছাপ দেখল,
যারা দেখল ফোটা ফুল,
কে রক্ষা করবে,
তাদের জাতির কূল।
কষ্ট, নেই অবশিষ্ট, হয়ে পদপৃষ্ঠ,
সহ্য ক্ষমতা পালায়।
কামনা শুধু সুখ,
মিটছে সবার ভুক।
দুঃখ না পেলে,
কেমনে কাটবে এদের অসুখ ?
ভদ্রসভ্য, শান্ত, নিয়মনিস্ট,
ভাঙছে সুখ-দুখ মিলিত জীবন বলয় ।
রচনাকাল : ৬/১/২০১২
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।