আমরা হলাম শিশু শ্রমিক , দু বেলা জোটে না ভাত , ভাগ্য আমাদের দেয় নি সাথ , ছোট্ট থেকেই দেখে আসছি .. অভাব নামক ভগবান কে , মা পারে নি আগলে রাখতে , পারে নি ভালোবাসা দিয়ে ভাত মাখতে , পেটের জ্বালায় করি কাজ আতশ - বাজির কারখানায় .. জানি ক্ষতিকারক, তবু বারুদই এনে দেয় আলো .. ঘুচে যায় দিনান্তের কালো , হয় নি লেখাপড়া , স্বপ্ন ছিল অনেক ... সবই রইলো বাকি , ভাগ্য যে দিয়েছে ফাঁকি , তবুও বেঁচে থাকার লড়াই মনের মধ্যে আঁকি |রচনাকাল : ৩১/৫/২০২০
ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত।