(১)
- "কি রে অপর্ণা? যে বইটা কিনতে বলেছিলাম সেটা এনেছিস?"
- "আনিনি স্যার!!"
- "কেনো?আর কতদিন সময় দেবো? বেড়িয়ে যা এক্ষুণি ক্লাস থেকে!"
- "বাবা কিনে দেবে না বলেছে স্যার, আমি খাতায় লিখে নিই প্রশ্নগুলো"
- "একদম না হতচ্ছারা! এক্ষুণি বেরিয়ে যা বলছি ঘর থেকে"
কাঁদতে থাকা অপর্ণাকে কান ধরে বাইরে বের করে দেন শিক্ষক। তার অপরাধ, স্যারের বলা বর্হিমূল্যায়ণ বই সে কিনতে পারেনি। অতএব সারাটা বছর প্রতিদিনই ক্লাসের বাইরে কানধরে দাঁড়িয়ে থাকে সে।
(২)
- "তখন থেকে মেডেলটার দিকে তাকিয়ে কি ভাবছ মা?"
মেয়ে অপরাজিতার ডাকে সম্বিৎ ফিরে পায় অপর্ণা। ইন্ট্যারকলেজ ডিবেট কম্পিটিশনে তার মেয়ে আজ প্রথম হয়েছে। দ্রুত হাতের উল্টোপিঠ দিয়ে চোখের জলটা মুছে নিয়ে মেয়েকে জড়িয়ে ধরে মা, মনের মধ্যে তখন নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ হওয়ার উচ্ছ্বাস। আচমকাই অপরাজিতা মেডেলটা মায়ের গলায় পরিয়ে দিয়ে, মায়ের কানে কানে বলে,
-"কথা দিলাম,তোমার না ছুঁতে পারা স্বপ্নগুলোকে আমি পূরণ করব মা।"
অভাবের তাড়নায় নিজেদের না মেটা স্বপ্নগুলো এভাবেই হয়ত পূর্ণতা পায় উত্তরপুরুষের মধ্য দিয়ে।
রচনাকাল : ২৬/১২/২০১৯
© কিশলয় এবং সায়ন্তী সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।