30/08/4005
- ড্যাডি আমার এই বার্থডে গিফটটা চাইনা।
- কিন্তু তুই তো বললি তোর একটা পেট ডগ চাই।
- আমি ওই ছবির মেয়েটার কুকুরের মতো একটা কুকুর চাই। নাকি এই রোবট কুকুর এর মধ্যে একটুও অনুভূতি নেই। খালি কম্যান্ড বোঝে। তুমি তো এত বড়ো বৈজ্ঞানিক এনে দাও আমায় কুকুর যেখান থেকে পারো।
ল্যাপটপে তখন হাজার বছর আগের এই বংশেরই মেয়ের পোষ্য পাগটির চোখে যেনো বিদ্রুপের হাসি। কারণ শত চেষ্টা করলেও বৈজ্ঞানিক কুকুর কেনো মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকেই খুঁজে আনতে পারবেনা।মানুষের পৃথিবীতে বাকিরা যে আজ ব্রাত্য।
রচনাকাল : ২৬/১২/২০১৯
© কিশলয় এবং সায়ন্তী সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।