আদিত্য আর অদিতির মধ্যে দশবছরের ব্যবধান। অদিতিকে জন্ম দিয়েই আদিত্যর মা ইহলোকের মায়া ত্যাগ করেন। অদিতির বয়স যখন চার তখন তার বাবাও অনন্তের পথে পাড়ি দেন। কিশোর আদিত্য তখন থেকেই একা হাতে অদিতিকে মানুষ করেছে।লেখাপড়া, রান্নাবান্না, টিউশানি সব একা হাতে সামলে চাকুরীজীবি আদিত্য আজ যথেষ্ট বিত্তবান। বোন কলেজে পড়ছে। হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখে রান্নাঘর থেকে পায়েসের গন্ধ আসছে। বোনকে জিজ্ঞাসা করতেই সে বলে ওঠে- "দাদা আজ তো মাতৃদিবস! মার মা-বাবা সবই তো তুই। তাই তোর জন্যই একটু পায়েস বানাচ্ছিলাম।" অশ্রুসজল চোখে পায়েস খেতে খেতে আদিত্য ভাবে তার সেদিনের ছোট্ট বোনটা আজ কত্ত বড়ো হয়ে গেছে, ঠিক যেন একে অন্যের পরিপূরক।
রচনাকাল : ২৬/১২/২০১৯
© কিশলয় এবং সায়ন্তী সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।