- ঠাম্মু আমার একটা ভাই হলে বেশ হয় বলো?
- কেনো রে দিদিভাই বোন হলে ক্ষতি কি?
- মা-বাপি তো কাল বলছিল এই বংশের বংশধর চাই। না হলে বংশ এগোবে কি করে?
- আমি চাই তোর যেনো বোনই হয়।
- তাহলে বাবা-মাকে বুড়োবয়সে কে দেখবে ঠাম্মু?
- যখন দেখবি তোর ভাই তোর মা-বাবাকে আমার মতো খেতে দিচ্ছেনা, তাদের আমার মতোই মারধর করছে তখন কি করবি?
- তখন আমি ভাইয়ের সাথে ঝগড়া করে মা-বাবাকে নিয়ে গিয়ে আমার কাছে রাখব।
- তাহলে ছেলে চেয়ে লাভটা কি? তোর বাপ তো বংশধর পেয়েই গেছে যেটা আমি ছেলে জন্ম দিয়েও পাইনি রে দিদিভাই! পাইনি!
রচনাকাল : ১৯/১২/২০১৯
© কিশলয় এবং সায়ন্তী সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।