- "বাবা তোমার কাজ থেকে ফিরতে এত দেরি হল কেনো?"
- "কি করব মা আমায় যে বাঘে পথ আটকেছিল।"
- "সত্যিইইই বাবা তুমি কত্ত শক্তিমান।"
নিজের এতকাজ সামলে দেরী করে বাড়ি এসে তিনবছরের মেয়েকে এই কৈফিয়তই দেন শ্যামলবাবু।
আজ তিরিশবছর বয়সে ছোটোবেলার কথা মনে পরতে নিজের অজান্তেই হেসে ফেলে নূপুর। অফিসের ওভারটাইম শেষ করে দেরী করে বাড়ি ফিরে তিন বছরের ছেলের মুখোমুখি হতেই বলে ফেলে
-"কি করব বাবান!রাস্তায় বাঘে ধরেছিল যে।"
- "হ্যাঁ মা! তাই!!!"
এইভাবেই হয়তো পুরানো ঘটনার পুনরাবৃত্তি হয় বারেবারে।
রচনাকাল : ২৬/১২/২০১৯
© কিশলয় এবং সায়ন্তী সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।