• সংকলন

    গল্প সংকলন - ১


"420" (ফোর টোয়েন্টি)
স্বাগতা সরকার
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৩৪ টি দেশ ব্যাপী ২১২৫৯ জন পড়েছেন।
ভিজিটিং আওয়ার্স শুরু হতে তখনও পনেরো মিনিট দেরি। ঘড়িতে তিনটে পঁয়তাল্লিশ । নার্সিংহোমের আউটডোরে বসে আছেন এক মহিলা। মাঝে মাঝে রুমালে চোখ মুছছেন ।তার পাশে এসে বসলেন আরেকজন । দুজনেই সধবা।

 প্রথম মহিলা -আপনার কে ভর্তি আছেন?

দ্বিতীয় মহিলা -আমার স্বামী। আপনার?

 প্রথম মহিলা -আপনারও? আমারও স্বামী।

 দ্বিতীয় মহিলা- কি হয়েছে আপনার স্বামীর? 

প্রথম মহিলা -হার্ট অ্যাটাক। আমি জানতাম না। ব্যাঙ্গালোরে থাকি তো, চাকরি করি ওখানে। জানতেই পড়ি কি মরি ছুটে এলাম। আপনার স্বামীর কি হয়েছে?

 প্রথম মহিলা -আপনারও? আজ্ঞে আমার স্বামীরও হার্ট অ্যাটাক।

 দ্বিতীয় মহিলা- ও কত নম্বর ওয়ার্ড ?

প্রথম মহিলা -ওয়ার্ড নাম্বার 420।

 দ্বিতীয় মহিলা- কি বলছেন? আপনার স্বামী ও 420? আমারও তো স্বামী 420....

 ওদের কথার মাঝখানেই নার্স ঢুকে পড়লেন। বললেন- এবার পেশেন্ট কে দেখতে যেতে পারেন ।চারটে বেজে গেছে।

 ঢুকেই ভেতরে তিন নম্বর বেড।শুয়ে আছেন লম্বা-চওড়া গোঁফওয়ালা এক ভদ্রলোক ।প্রথম ও দ্বিতীয় মহিলা ঘরে ঢুকেই সমস্বরে ভদ্রলোকের উপর ঝাঁপিয়ে পড়লেন ।

-ওগো তোমার এ কি হলো গো?  তোমার কিছু হয়ে গেলে আমি কেমন করে থাকবো গো?

 1 মিনিটের নীরবতা।

 অ্যাঁ?কি হল এটা? দুজনেই মুখ চাওয়াচাওয়ি করছেন।

 প্রথম মহিলা -সাহস কি করে হয় আপনার? উনি আমার স্বামী।
 দ্বিতীয় মহিলা -লজ্জা করে না আপনার ?অন্যের স্বামীকে নিজের বলতে ?ছি ছি।

 প্রথম মহিলা -কে কার স্বামী সব প্রমাণ আছে ।

দ্বিতীয় মহিলা - যা যা আমার কাছেও সব প্রমাণ আছে। উনি আমার স্বামী কি না দেখিয়ে দিচ্ছি ।এসব কি হচ্ছে প্রদীপ?

 প্রদীপবাবু ঘাপটি মেরে চোখ বুজে পড়ে রইলেন।  আমি কিছু শুনিনি আমি কিছু জানি না ।

আসল কথাটা বুঝতে বাকি রইল না ।দমকা হাওয়ার মত
প্রায় পেত্নীর স্পিডে বেরিয়ে গেলেন দুই পত্নী ।

যাবার সময় সমবেত কণ্ঠে দুজনে বলে গেলেন -
ওরে হতভাগা চিটিংবাজ তুই একবার বেঁচে ফের ।তারপর  তোকে কে বাঁচায় দেখব।

এরপর তা প্রায় অনেক মাস হয়ে গেল ।শুনেছি প্রদীপ বাবু এখনো ঘাপটি মেরে কোমায় আছেন।
রচনাকাল : ৫/১/২০২০
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 26  Germany : 4  India : 177  Ireland : 47  Russian Federat : 1  Saudi Arabia : 10  Sweden : 9  Ukraine : 19  United Kingdom : 2  
United States : 291  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 26  Germany : 4  India : 177  
Ireland : 47  Russian Federat : 1  Saudi Arabia : 10  Sweden : 9  
Ukraine : 19  United Kingdom : 2  United States : 291  
পরিচিতি -
                          স্বাগতা সরকার ২রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগণা জেলাস্থিত বিখ্যাত জয়নগর শহরের মাজিলপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা। ছোটোবেলা থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে, শ্রুতিনাটকে, সঙ্গীতে, চিত্রাঙ্কনে তিনি সমানভাবে পারদর্শীনী। তার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, শ্রুতিনাটক ইত্যাদিতে এনার লেখনীর পারদর্শীতা লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখালেখি করেন। 
                          


© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
"420" (ফোর টোয়েন্টি) by Swagata Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮৩৬৫