- এই আরেকটা চুমু খেতে দেবে?
- নাহ।
- না কেন?
- একটু আগেই তো খেলে।
- তো কি?আবার ইচ্ছে করছে।
- ধ্যাৎ।
- এই আজকে গাওয়া ঘি আর আলুভাতে ভাত খেয়ে এসচ?
- বারে?তুমি কি করে বুঝলে?
- চুমু খাবার সময়। বেশ লাগছিল জানো। তোমার ঠোঁটে ঘি ভাতের কি মিষ্টি মিষ্টি গন্ধ। আরেকটা খাই?
- না। তুমি সকাল থেকে কটা সিগারেট ফুঁকে এসছ বলোত?
- আশ্চর্য। সে খোঁজে তোমার কি? একটা চুমু ই তো খেতে চেয়েছি এর মধ্যে সিগারেট কোত্থেকে এল বলোতো?
- কতবার বলেছি যে অন্তত চুমু খাবার আগে সিগারেট খাবে না। আমার ভালো লাগে না ।
- না সে আর কেন ভালো লাগবে। আসিক পুরনো কিনা। অথচ একদিন এই চুমু র জন্যে কত পাগল ছিলে। ভুলে গেছো নিশ্চয়ই বৃষ্টি র সেই দিন।পয়লা শ্রাবণ। টুসুদের ছাদে ভিজতে ভিজতে আমাদের ফার্স্ট কিস?
- শোনো কিচ্ছু ভুলিনি। ঐ চুমুটা আমার সেরা স্মৃতি সোনা। শুধু বলছি প্রমিস মি যে সিগারেট খাবে না।
- সরি পারছিনা ।
- কি? পারছনা? পারছনা তো? বেশ এবার থেকে-এবার থেকে-
- কী?
- আমিও সিগারেট খাব।
- হাহাহা। তা খেতেই পারো। আমি তাও চুমু খাব, চাপ নেই। তবে লোকে হাঁ করে তাকাবে। বলবে মেয়ে টা ক্যারেকটারলেস। তাছাড়া ফুসফুস কিডনি লিভার সব যাবে সোনা।
- হ্যা তা যা বলেছ। ফুসফুস- কিডনি -লিভার- ক্যারেক্টার আমার একার যাবে। তোমার তো হারাবার মত কিচ্ছু নেই তাই না?
- এই বৌ টা আছে।
- হাত ছাড়ো। আর ন্যাকামি করতে হবে না। লাস্ট বার বলছি সিগারেট ছাড়বে নাকি বউ?
- বউ।
- এত বড় কথা? bye..good bye..আমি চলে যাচ্ছি । breakup ..
- good bye kiss তো দিয়ে যাও।
- নির্লজ্জ বেহায়া।
- দেখি দেখি আঃ গাল গুলো লাল হয়ে গেছে রাগে। কি লাগছে মাইরি তোমায়। একটা চুমু খেতে দাও এখুনি, আর সিগারেট ছোঁব না কক্ষনো। এই মাক্কালির দিব্যি।
- সত্যি তো?
- সত্যি সত্যি সত্যি।এবার কাছে এসো।
- এলাম ।
- উঁহু। আরেকটু কাছে।
- এবার?
- হয়নি। আরো একটু।
- উফফফফ। তুমি না-
- আমি কি?
- জানি না। ধ্যাৎ। অসভ্য কোথাকার ।
রচনাকাল : ৫/১/২০২০
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।