মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান
গীতি কবিতা-৮ (অষ্টম পর্ব)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মাটি সোনা ডাক দিয়েছে
আয়……আয়রে চাষীভাই।
মাটিতে ফলে সোনার ধান
তুলনা ……..যে তার নাই।
এই মাটিতে সোনা ফলে
মরাল মরালী সাথে চলে
কাটে সাঁতার দিঘি জলে
গাছে গাছে পাখিরা গায়।
মাটি সোনা ডাক দিয়েছে
আয়……আয়রে চাষীভাই।
গাঁয়ের মাটি খাঁটি সোনা,
সোনা ধানবীজ হয় বোনা,
মাটির গন্ধে ঘুম আসেনা,
তাই…. মাটির গান গাই।
মাটি সোনা ডাক দিয়েছে
আয়……আয়রে চাষীভাই।
মাটিতে ফলে সোনার ধান
তুলনা ……..যে তার নাই।
রচনাকাল : ৯/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।