মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান গীতি কবিতা-১ (প্রথম পর্ব) কবি লক্ষ্মণ ভাণ্ডারী ভোরের আলো ছড়িয়ে দিলো নতুন ভালোবাসা, আঁকলো রবি সোনার ছবি নতুন যত আশা। ঘাসের পরে শিশির ঝরে পাখিরা গীত গায়, ফুলের কলি ফুটে সকলি ফুলের বাগিচায়। পথের পরে সোনা রোদ্দুরে গরুর গাড়ি চলে, সকাল হতে হাঁটছে পথে চাষীরা দলে দলে। ধানের খেতে উঠলো মেতে প্রভাত সমীরণ, সোনা রোদ্দুরে বাঁশির সুরে হৃদয়ে শিহরণ।রচনাকাল : ৩১/১০/২০১৯