মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান
গীতি কবিতা-৬ (ষষ্ঠ পর্ব)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কুয়াশামাখা মেঘের থেকে
হিম পড়ে কচি ঘাসে,
সোনাধানে খেত ভরে আছে
রাঙা পথের দুপাশে।
চাষীরা কাটে মাঠের ধান,
মাটির সুরে বাউল গান,
একতারায় জুড়েছে তান,
সেই সুর ভেসে আসে।
কুয়াশামাখা মেঘের থেকে
হিম পড়ে কচি ঘাসে।
প্রভাত পাখিরা গাছে গাছে
গীত গায় ও খুশিতে নাচে,
পুলক জাগে ধরার মাঝে,
ওঠে রবি পূবাকাশে।
কুয়াশামাখা মেঘের থেকে
হিম পড়ে কচি ঘাসে।
আলোয় ভরা ভুবন পরে
দিঘির জলে কিরণ ঝরে,
ফুলের গন্ধে হৃদয় ভরে,
ফুল বাগানের পাশে।
কুয়াশামাখা মেঘের থেকে
হিম পড়ে কচি ঘাসে।
সোনাধানে খেত ভরে আছে
রাঙা পথের দুপাশে।
রচনাকাল : ৭/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।