মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান
গীতি কবিতা-২ (দ্বিতীয় পর্ব)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কার্তিকের ধানের খেতে
বনটিয়ারা ঝাঁকে ঝাঁকে,
কভুবা বসে আলের পরে
উড়ে রাঙা পথের বাঁকে।
গাঁয়ের মাঠে সোনার ধান
দোলে ধানের শীষ মাঠে,
কৃষক আনে ধানের বোঝা
কৃষাণী তার ধান কাটে।
দিনের শেষে পড়েছে বেলা
সাঙ্গ হলো দিনের খেলা,
সাঁঝের বেলায় নদীর চরে
বসে আছি আমি একেলা।
সাঁঝের সানাই বাজে দূরে,
বড়ই মধুর ও করুণ সুরে,
লোহার কড়াই উনুনে বসা
খেজুরের রস নলেন গুড়ে।
মাটির ঘরে জোছনা ঝরে
শুনি আমি হেমন্তের গান,
চাষীর হাসি উপছে পড়ে
গোলায় ভরা সোনা ধান।
রচনাকাল : ২/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।