মোর জীবনে,
সুখে দুখে হেসে খেলে,
সমান তালে তাল মিলিয়ে,
আছো তুমি মা,
মোর হৃদয় জুড়ে।
সেদিন থেকে,
যেদিন হতে জন্ম,
মোর হয়েছে তোমার গর্ভে,
মুখখানা তোমার,
কান্না হাসিতে ভরিয়ে দিয়ে।
ঠিক তেমনে আজও,
সদাই মোর পাশে,
সুখে দুখে হেসে খেলে,
সমান তালে তাল মিলিয়ে,
আছো তুমি মা,
মোর হৃদয় জুড়ে ।
মা গো আমার মা,
আজকে যতই হই বড়ো,
গ্রন্থ হাজার পড়ে;
আমি চাইনে হতে বড়ো
তোমার থেকে জ্ঞান বুদ্ধিতে,
আর মানে সম্মানে।
আমি চাই যে,
সদাই থাকতে,
তোমার পাশে হেসে খেলে,
তোমার ছোট্ট শিশু হয়ে
সুখে দুখে সমানভাবে।
তখন মাগো,
চিন্তা ভাবনা রইবে নে,
সুখ কিম্বা দুখ,
যদি হয় একটুখানি বেশি,
তোমার জীবনে।
মা গো আমার মা,
কি যে বলি তোমায়?
হচ্ছি আমি অবাক,
যতই তোমায় দেখছি,
সেই ছোট্ট থেকে আজও ;
এখনও তো মেটে না আশা,
দু চোখে তোমায় দেখার তৃষ্ণা।
তোমায় রোজ দেখি,
তুমি উঠো ভোরে ,
ভোরের রবির সাথে।
মা গো আমার মা,
তুমি যে ভোরের রবি হয়ে,
সরিয়ে অন্ধকার,
আনো আলো জীবনে আমার।
সেই আলো দিয়ে,
চলি আমি জীবনের পথে।
মা গো আমার মা,
এই জগতে হায়,
কেউ যে এমন নাই ;
যে ভালোবাসে সন্তানেরে
নিজের স্বার্থ ছাড়াই;
যে থাকে পাশে সন্তানের
সমান ভাবে সুখে দুখে
তাই তো বলছি মাগো,
তোমার চেয়ে বড়ো,
এই জগতে হায়,
আর যে কেহ নাই।
তাইতো বলছি আমি,
এই জগতে হায়,
আর যে কেহ নাই,
যার সাথে মায়ের,
তুলনা করা যায়।
রচনাকাল : ১০/৫/২০২০
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।