যত বড় হও তুমি,নামি অথবা দামি,
কষ্ট যখন, গলার নলিতে আটকায়-
সবাই তখন, পৃথিবীতে খোঁজে একজন,
যদি কাছে তার, মা-কে একবার পায়!
মায়ের কোলে, একবার রাখো মাথা,
ঝর্ণা যেন, তোমার শরীরে বহে,
দুনিয়ার যত ভাষা আছে কথা বলা,
ঐ মহীয়সীকে, মা বলে সব কহে।
যত নামি দামি, হও না তুমি,
মায়ের কাছেতে ছোট্ট!
মায়ের কাছে, যত অভিযোগ,
প্রাণ খোলা হাসি অট্ট!
আজ তবু দেখি , স্বচ্ছল ছেলে,
বুড়ো ঘরে তুলে রাখে-
নারি ছেঁড়া, প্রসব বেদনা মা,
চোখ ভরা জলে, শুধু ছেলেকে দেখে!
আবেগ ভরা গলায় তিনি বলেন,
আমি তো তোকে মানুষ করেছি,
আগলে রেখেছি কোলে -
আমায় তুই যাসনে, খোকা ফেলে!
আমায় তুই যাসনে, এখানে ফেলে।।
রচনাকাল : ১০/৫/২০২০
© কিশলয় এবং সমীর চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।