আমি এক দু:খি কবি , সুখ সাগরে ডুব ...... কে দিয়েছে ... কার বাগানে স্বর্ণ চাম্পা ফুল , আকাশ ভাঙ্গা সোনালী রোদ , পদ্ম পাতায় জল .... সুখ দেখে মুখ ... আয়না ভাঙ্গে ... দু:খ তখন ... পায়না খুঁজে তল , অতল জলের আওভানে আর গভীর দুখের ডাকে মন সারা দেয় .. লতার মতন .জড়ায় পাকে পাকে , আকাশ ঢাকে কাজল মেঘে হৃদয় ভাঙ্গে ঝড়ে কবি যে এক দু:খি মানুষ তার ... কলম ভেঙ্গে বৃষ্টি ঝরে পরেরচনাকাল : ১২/১/২০১৬
সান্তনা চ্যাটার্জী ১৯৪৭ সালের ২৬শে ফেব্রুয়ারি খড়দা শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং পুণে তে থাকেন। তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। ১৯৭৮সালে কোলকাতায় ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়াতে কাজ করা কালীন তাঁর সাহিত্য চর্চা শুরু হয়। বর্তমানে নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।