তুমি যতো প্রশ্ন রেখেছিলে অসীম অনন্ত মহাকাশে-
তোমার যত ইচ্ছা ডানা
মেলা গাংচিলে করেছিলে সমর্পণ
তার ধ্বনি প্রতিধ্বনি ফিরে ফিরে
নিয়েআসে মেঘবালিকারা
ধীরগতি সূর্যের পশ্চিম বাসায়
রক্তিম সম্ভোগে তৃপ্ত
নিঃশব্দ হায়ায়-
তার পরে সূর্য অস্ত গেলে
ধীরে অতি ধীরে
উঁকি মারে যতো আছে তারা
একেলা সাথীহারা
খসে পরে দূরে বহূ দূরে
সে বোধহয় প্রেমিকের অন্তপুরে
তখন গভীর ঘনকাল রাতে
ফিসফাস কথা বলে জোনাকিরা
অন্ধকারে - কত কাল কত শত যুগ
গেছে চলে- আজ তুমি ফিরে এলে
আমার অন্তরে
পাকে পাকে জরালে আবেশে-
এমন ভাবেই ফিরে আসে প্রেম
কালের সীমানা পেরিয়ে
পরিচয় পায় মন কেবলি আভাসে
তবু অনায়াসে চিনে নেয়
কোন তারে বেজেছিল মনোবীনা
নিশ্চিত আলিঙ্গনে টেনে নেয়
আপন অন্তরে
রচনাকাল : ৬/৪/২০১৬
© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।