ঈশ্কাবনের রানী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : নীতিশ ভট্টাচার্য্য
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , আগষ্ট
প্রকাশিত ১১ টি লেখনী ২১ টি দেশ ব্যাপী ৫৫৮৭ জন পড়েছেন।
সংগ্রামী:

জাহাবাজ নাকি রংবাজ ছিল ,স্বভাবে সে চেঙ্গিস |
মানত না বাঁধা ,শুনত না বাণী ,করত না কুর্নিশ||
হলে বিলম্ব ,নাসিকা- রন্ধ্র ফুলতো ক্রোধের বারুদে;
বিপুল ঝঞ্ঝা-সম কলরবে জোয়ার আসতো মানষে |

সৎ-পুরুষ:

শান্তির বাণী ,শুধু হয়রানি সৃষ্টি করার হাতিয়ার |
শোনাতেই যদি চাও ,আজ চাই ধ্বংস করার অধিকার||
জাহাবাজ যাঁরা ,তাঁরা আজ নেই ,আছি শুধু আজ আমরা;
মজ্জা-ভর্তি শুচি বায়ু রোগ ,শরীর ভয়ের কামরা |

তরুণ:

মনে জমা পাপ ,মুখে জমা শোক ,হেচঁড়ে টানতে টানতে |
স্বাধীনতা মাংগী(চাই) ,মানে বুঝিনিকো আজও এ শেষ দিনান্তে ||
'মায়ের দেওয়া মোটা কাপড়' আজ ,ছিদ্র ভর্তি ঠেকছে;
এদিকে চাষীর ছেলে আজ জেট-এ সংগ্রাম খুঁজে দেখছে |

পাপ:

ঘোড়ার ধর্ম নির্ধারণে পলিটিকাল অভিসন্ধি |
জোড়-বিজোড়ের গাড়ি গাড়ি খেলা ,কত সব ষড়যন্ত্রী ||
এদিকে যেখানে চাষীরা মরছে ,জুটছে না বলে পানি;
সেদিকে আমরা মন দেবনাকো ,মানা করেছেন রানী |

মন:

কোহিনুর চাই, বাবা বলে গেছে, ওটা আমাদের অধিকার,
অলীক যা আছে সব ভালবাসি, এ রোগের নেই প্রতিকার |
কবি-নবী সব আজ বর্জিত ,বর্জিত সব বাণী |
পাপময় কালো মনের আসনে ঈশ্কাবনের রানী ||


[কৈফিয়ত - অ্যালেকজান্ডার পুশকিন রচিত “The Queen of Spades" এর ইংরেজি অনুবাদ পড়ে দেখি সেখানে মানুষের পার্থিব লোভকে লেখক ব্যক্তিত্ব দিয়েছেন ঈশ্কাবনের রানীর রূপে ,সেখান থেকেই ধার করা আমার কবিতার শীর্ষকটি]
রচনাকাল : ২৯/৪/২০১৬
© কিশলয় এবং নীতিশ ভট্টাচার্য্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 13  China : 28  France : 2  Germany : 3  India : 138  Ireland : 1  Russian Federat : 1  Saudi Arabia : 7  Ukraine : 34  United Kingdom : 3  
United States : 147  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 13  China : 28  France : 2  Germany : 3  
India : 138  Ireland : 1  Russian Federat : 1  Saudi Arabia : 7  
Ukraine : 34  United Kingdom : 3  United States : 147  


© কিশলয় এবং নীতিশ ভট্টাচার্য্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ঈশ্কাবনের রানী by Nitish Bhattacharjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫০৭২৫৫
fingerprintLogin account_circleSignup