মৌলবাদী চিন্তা নাকি, মূল্যবোধের হয়রানি ?
আজ আর কোনো তফাৎ নেই, নেই কোনো ব্যবধান-ই |
আগুন যখন তার আবেশে, জাপটে ধরে নাগপাশে
সংজ্ঞা হারায় মর্ম বোধহয়, ধর্ম বোধহয় রাগে ফোঁসে !!
মনু হয়ত ভুল বুঝত, মহম্মদেও আস্থা নেই,
বিবাদ বড় গোলমেলে যে, আজ আর হয়ত রাস্তা নেই,
মালদা নাকি মোরাদাবাদ? কোন দলে আজ নাম লেখাই?
কপাল ভালো রবি ও কাজির, আজ আর তাঁরা ধরায় নাই |
আমরা নাকি চাঁদে গেছি? স্বপ্ন দেখি "Interstellar" ,
‘অমৃতস্য-পুত্রা’ মোরা, এদিকে আজও মনুষ্যেতর !!
পড়নে একই উত্তরীয়, স্বভাবে একই আচরণও
এদিকে আজও ধর্মে প্রমান, হয়নি আজও ভারতীয় !!!
রচনাকাল : ৩০/১/২০১৬
© কিশলয় এবং নীতিশ ভট্টাচার্য্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।