অলস জীবন বয়ে যাবার মাঝে,
কখনো কখনো বিবেকটা ধর্মঘট ডাকে –
মেরুদন্ডহীন নিয়মের ধারাপাতে
অনাচারটাই আজ আচার রূপে প্রচলিত।
ছাপোষা জীবন কেবল কাটিয়ে দেবার জন্য
বিবেককে পুরে দেওয়া হয়েছে নির্বাক কারাগারে;
সবকিছু দেখেও আজ সে বাক্রুদ্ধ -
কেবল নীরবে জীবনটা বয়ে যাবার আশায়।
যে জীবন অন্যের কোনো সাহায্য করেনা,
অনাচারে প্রতিবাদ করেনা –
কেবল মাথা পেতে নেওয়াতে
নিজেকে শান্তিকামী মনে করে,
কি প্রয়োজন সে জীবনের ?!
বিবেকের এ প্রশ্নেও নীরবতায়
সে আবার নিজেকে স্থিতিশীল শান্তি প্রেমীর আখ্যা দেয়।
প্রতিবাদ হীন স্বত্বা আজ তাই
নিজেকে সাদা পায়রার আড়ালে রেখেছে ঢেকে
অলস জীবন যেন শুধুই মেনে নেবার ত্বরে ...
রচনাকাল : ৩০/৩/২০১২
© কিশলয় এবং তন্ময় সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।