তোমার কল্পনার আকাশের
ঐ রঙিন ঘুড়িটা আমি নই,
বাতাসের সাথে যার পাল্লা দেয়া
দেখে তোমার বিকেল কাটে।
তোমার মনের আকাশের
ঐ চাঁদটা আমি নই,
যার জোছনার স্নিগ্ধতায়
তোমার নির্ঘুম রাত কাটে।
তোমার স্বপ্নের আকাশের
ঐ সুখ পাখি আমি নই,
যার মিষ্টি কলতানে
তোমার প্রান ভরে।
তোমার ভাবনার আকাশের
ঐ নীল আমি নই,
যার অসীম নীলিমায়
তুমি নিজেকে ভাসাও অজানায়।
তোমার মনের কোনায় লুকিয়ে থাকা স্মৃতিতে
কল্পনার যুবরাজ আমি নই,
যার কথা ভেবে
তুমি প্রেমের সমীরনে নিজেকে হারাও।
তোমার ঐ বন্ধুসুলভ মনে
প্রত্যাশিত প্রেমিক আমি নই,
যার অসীম ভালবাসায়
তুমি নিজেকে সমর্পন করবে।
তোমার অতিপ্রিয় বন্ধুদের ভীরে
কখনই আমি মূখ্য নই,
তবে তোমার তুমিকে জানার
অধিকার আমার বল কই?
তোমার মনের অজানা কথা জানার
যোগ্য আমি নই,
তুমি তোমার আকাশ আমায় দিবেনা
কারন আমি তোমার কেউ নয়।
রচনাকাল : ৮/৯/২০১১
© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।