কনকনে শীত আজি শীত লাগে ভারি।
বিছানা কম্বল ছাড়ি উঠিতে কি পারি?
রবি ভাসে পূর্বাকাশে ঢাকা কুয়াশায়,
আঙিনায় বসে দাদু গরম চা খায়।
তাল খেজুরের গাছ শীতে দেখি কাঁপে,
শরীর গরম হয় আগুনের তাপে।
শাল গায়ে নিধিরাম পথে হেঁটে চলে,
দিঘিঘাটে হাঁসগুলি নাহি নামে জলে।
কুয়াশায় চারিদিক দেখা নাহি যায়,
নীড়ে নীড়ে পাখি কাঁপে ঠাণ্ডা হাওয়ায়।
ফুলবনে ফুলকলি পাপড়ি মেলিয়া,
আছে চেয়ে চক্ষু মেলি কাঁপে তার হিয়া।
শীতে কাঁপি ঠক ঠক এল ভাই শীত,
নদীকূল সুশীতল পাখি গায় গীত।
রচনাকাল : ২৩/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।