দু'দিন স্কুল না আসায় প্রেম জানত না টুয়েলভের রেজিস্ট্রেশন ফীস জমা দেওয়ার লাস্টডে আজ ! এদিকে তার বাবাও বাড়ির বাইরে এখন! হতাশায়-দুঃখে দুটো ক্লাস না করে বাইরে বসে সে, চোখ দুটো জলে ভেজার উপক্রম..,
এমন সময় দূরে তড়িঘড়ি সাইকেল রেখে তার দিকে আসতে দেখলো প্রেয়সীকে। ব্যাপারটা প্রেয়সী শুনেছে অন্য বন্ধুদের থেকে। প্রেম আর প্রেয়সীর মাত্র এগারো মাসের বন্ধুত্ব; কাছে এসে প্রেয়সী প্রেমের হাতে হাজার টাকা দিয়ে বলে-"তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে আয়, আমি স্যারকে বলে রেখেছি তোর কথা।"
প্রেম পরে জানতে পারে প্রেয়সী একটা ক্লাস অফ করে ৩০মিনিট দূরে তার বাড়ি গিয়ে টাকাটা এনেছিল।
প্রেয়সী সাইকেলে করে প্রেমকে বাস স্ট্যাণ্ড ছেড়ে ফেরার সময় বলে : "এতো চিন্তা কী! হাজার সমস্যা সমাধানের জন্য তোর আমার বন্ধুত্বটা যথেষ্ট..!"
রচনাকাল : ২০/১/২০২০
© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।