- তুই আমাকে আর কোন দিন ফোন দিবি না, এমনকি আমার সাথে কোন রকম যোগাযোগ করার চেষ্টাও করবি না!
- তুই কি আমার সাথে মজা করছিস!
- না, I'm serious!
- কিন্তু কেন!
- জানি না, জানি না, ব্যাস!
- আজব তো, আমি আবার কি করলাম! কি হয়েছে বলবি তো, নাকি!
- বললাম তো জানি না, যদি কোনদিন যোগাযোগ করার চেষ্টা করিস, তাহলে কিন্তু অনেক খারাপ হবে বলে দিলাম!
- আজও জানি না, তুই কেন এমনটি করলি!
খুব সম্ভবত ১৯৯৬ সালে বিরতির সাথে ঝগড়া দিয়ে আমার বন্ধুত্ব শুরু। দীর্ঘ বিরতির পর ২০১১ সালে আবার বিরতির সাথে প্রথম কথা! "বন্ধু, কেমন আছিস!" বিরতি চিৎকার করে উঠে, "আবার বিরতি..."
বিরতি নামটাও অবশ্য আমারই দেওয়া! বিরতি এখন চারুকলার ছাত্রী। আর আমি উন্মাদ বুদ্ধু পাগলের মত পঙক্তি সাজাই! মাঝে মাঝে দৃষ্টি আকর্ষনের জন্য বিজ্ঞাপন দেই!
বিরতি ইতি দূরত্ব...
রচনাকাল : ২৯/১২/২০১৯
© কিশলয় এবং তোফায়েল আহমেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।