সংক্ষিপ্ত পরিচিতি -
অসীমা সরকার কোলকাতায় জন্মগ্রহণ করেন। উনি একজন গৃহবধু। উনি ছোটবেলা থেকেই লেখালেখি করেন। কাজের ফাঁকে ফাঁকে লিখতে উনি ভালবাসেন। অনেকগুলো সাহিত্যের দলের সাথে যুক্ত আছেন। ওনার কিছু লেখা অনলাইনেও প্রকাশিত হয়। মনের খুশিতে লেখা ওনার গল্প, কবিতা বিভিন্ন পত্রিকায় ও লেখকদের সাথে প্রকাশিত হয়।