সকালবেলা ঘুম থেকে উঠেই জানালা দিয়ে আকাশ দেখে সুস্মিতা। আজ নীলের জন্মদিন। মনটা চলে যায় সুদূর অস্ট্রেলিয়ায়। নিশ্চয়ই আজ বড় করে সেলিব্রেশন হবে। লিজা পায়েস রাঁধবেতো? সেইবার তো শিখিয়ে দিয়েছিলো।
ছোটোবেলায় আজকের দিনে তাপস বাজার করত, সুস্মিতা রান্না করত। একহাঁড়ি পায়েস রান্না করে শাশুড়িমা সকলকে দিতেন। ভালো যে আজ তিনি নেই।
ইচ্ছে হলেই নীলকে ফোন করা যায়না। নিজের সময়মতো রোজ রাতে ফোন করে নীল। বড় বাড়িটাতে একা লাগে সুস্মিতার।
মন চায় 'Happy Birthday!' বলতে ছেলেকে।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং অসীমা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।