#ইভেন্ট
অনুগল্প
-----------
গল্প : অচেনা
✍️ : অসীমা সরকার
-------------------------------
স্কুলের থেকে ফিরে ব্যাগটা ছুঁড়ে সোফার উপরে
ফেললো সমু।অন্যদিন ওর ফেরার সময়ে দরজায়
দাঁড়িয়ে থাকেন মা।আজকে মা কে দেখতে না পেয়ে
একটু অবাক হোলো। দরজাটা আবঝানো ছিলো।
'মা,ওমা,কোথায় তুমি? কখন এসেছি আমি।
বড্ড খিদে পেয়েছে। খেতে দাও।দেখো আমি হাত
-পা ধুয়ে জামা -প্যান্ট ছেড়ে বাথরুমে সার্ফের জলে
চুবিয়ে দিয়ে,পরিষ্কার জামা-প্যান্ট পড়েছি'।
দেখে, মা শোবার ঘরের দরজা ঠেলে বেরিয়ে
আসছেন, ভিতরে একটা অচেনা লোক।
ঘরে ঢোকার সময় সদর দরজায় একজোড়া অচেনা চটি দেখেছিলো সমু।
25/07/2020
শনিবার
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং অসীমা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।