#ইভেন্ট
#অনুগল্প
---------------------
গল্প : সঠিক চিন্তা
✍️ : অসীমা সরকার
-----------------------------------
বাড়ী ফেরার পথে অরুণ দেখে
যে ছোটো বাচ্চা কোলে একটি মেয়েকে
সবাই মিলে মারছে। ও নাকি চুরি করেছে
বাচ্চাটাকে।
'না বাবু আমাকে মারবেন না। ও আমারই
ছেলে। এই,এই দেখেন ও আমার দুধ খাচ্ছে।'
একটু ঝুঁকে অরুণ দেখে নিশ্চিন্তে বুকের
দুধ খাচ্ছে বাচ্চাটা,একেবারে ঘুমিয়ে কাদা।
অরুণই বলে থানায় নিয়ে যেতে।
বড়বাবু মেয়েটিকে দেখেই বলে ওঠেন,'কদিন কোথায়
ছিলি তুই? আরে সামনের ফুটেই
ও থাকে।'বড়বাবু চেনেন দেখে সকলে মাথা নীচু
করে চলে যায়।
অরুণের বুদ্ধিতে রক্ষা পায় একটি প্রাণ।
01/08/2020
শনিবার
রচনাকাল : ১/৮/২০২০
© কিশলয় এবং অসীমা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।