------------------
গল্প : প্রাপ্তি
✍️ : অসীমা সরকার
--------------------------------
আমিনা এখন নাসিদের জন্য দুপুরের খাবার
নিয়ে মাঠে যাবে।
মন দিয়ে নিজের হাতে চাষ করে সে।আর
আমিনাও প্রচুর পরিশ্রম করে।আব্বু-আম্মি কে
এতো পরিশ্রম করতে দেখে গুলাবীর ইচ্ছে হয়
সাহায্য করতে। কিন্তু আব্বু বলেছে মন দিয়ে
লেখাপড়া করে অনেক বড় হতে হবে।
একদিন কলেজ থেকে বাড়ি ফেরেনা গুলাবী।নাসিদ অনেক খোঁজে,থানা-পুলিশ করে।
পাঁচবছর বাদে আজ কাগজে গুলাবীর
ছবি। ঠিক চিনেছে নাসিদ। আমিনাকে দেখায়। একজঙ্গী-সংগঠনের সাথে যুক্ত সে।আনন্দে বা
দুঃখে অজান্তেই ওদের চোখ জলে ভরে।
-------------------------
রচনাকাল : ৪/৮/২০২০
© কিশলয় এবং অসীমা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।