গল্প : দ্বিতীয় মা
✍️ : অসীমা সরকার
--------------------------------
বড় দিদির সাথে রাগ করে ছাতা ছাড়াই
কলেজে চলে যায় অনিন্দ্য। দিদি ডাকলেও তাকায়
না। একটা কলেজে পার্ট -টাইম বাংলা পড়ায়
অনিন্দ্য।
সারাদিন নিভার মনটা খারাপ। বাড়ি থেকে
এতো দূর স্টেশন যেতেই তো ভাই ভিজে গেলো।
ইস জ্বর না আসে। এই সাত-পাঁচ ভাবতে ভাবতে
তরকারী কাটতে বসে সে।একটু সব্জী-ভাত তো
বাড়ি আসলে দিতেই হবে ভাইকে। যাবার সময়
রোজই ডাল আর আলুসিদ্ধ। মায়ের দায়িত্ব
এখন নিভার।
রান্না সেরে ছাতা নিয়ে স্টেশনের পথে চলে নিভা। একসাথে ফেরে দুজনে।
রচনাকাল : ৪/৮/২০২০
© কিশলয় এবং অসীমা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।