#ইভেন্ট
#অনুগল্প
--------------
গল্প : মেয়ের মা
✍️ : অসীমা সরকার
--------------------------------
ছেলে হয়নি বলে মনোরমাকে যাতা বলছে
শাশুড়ি। মনের দুঃখে মনো কাঁদছে আর ঠাকুরকে
বলছে, 'কেনো তুমি একটা মেয়ে দিলে?'
পরের দিন ননদ এসেছে মেয়েকে দেখতে।
ছোটো ভাই-বউ এর মনটা খারাপ দেখে বুঝতে
পারে ব্যাপারটা। কারণ একই নৌকোর যাত্রী
ও নিজেও। তাই কথা না বাড়িয়ে মনোরমার সাথে
খানিক গল্প করে চলে যায়।
এখন মনোরমার মেয়ের বয়স তিন মাস।
ওই ছোটো মেয়ের দেখভাল করে সবে মাত্র
হাসপাতাল থেকে ভালো হয়ে আসা কোভিড
আক্রান্ত শাশুড়িকে সামাজিক দূরত্ব
বজায় রেখেই সেবা করছে মনোরমা।
26/07/2020
রবিবার
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং অসীমা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।