প্রতি ঘরের প্রতি টেবিলে,প্রতি দেওয়ালে
শোভা পায় যাঁর ছবি,তিনি আমাদের প্রিয়,
আমাদের কবিগুরু বিশ্বকবি 'রবি'।
বাংলাসাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক,
মনে হয় যেন 'হীরক দ্যুতি'-র ছটায় চারিদিক
ঝলমল করছে,এতো আলো,এতো আলো
যে চোখ ফেরানো যাচ্ছে না।লাগছে ভীষন ভালো।
এতো সুখ,এতো প্রাণ,এতো গান,এতো খুশী,
২৫ শে বৈশাখের দিনে সবাই এসেছে বসি,
আজ কবির জন্মদিন।কবিকে জানাই প্রণাম।
সকলে মিলে চলো যাই পিতৃধাম।
কবির সৃষ্টি নিয়ে চলো, কবির ভান্ডার পূর্ন রসে--
কিছুরই অভাব নাই,চলো সবে হেসে-হেসে।
কবির সুরের যত্ন করি দেবো তারে নূতন প্রাণ--
গল্প,নাচ,কবিতা, আরও সাথে আছে গান।
পাখীর মতো উড়ে যাবো কবির সাথে আকাশে--
ছড়িয়ে দেবো সুরের ধারা বাতাস থেকে বাতাসে।
অভিনব কবিবরণ, দেখে সবাই অবাক হবে--
আমরা বলবো,দাঁড়াও আগে আনি, মালাখানি।
সকল রসে,বর্ষার জলে সিক্ত হবো,মাখবো
গায়ে আবীর।ধা-ধিনাধিন নৃত্যে মাতবো সবে,
শুনবো বসে কবির বাণী।
জগৎসভায় তোমার আসন দেখো পেতে রেখেছি--
কবি দেখো, তোমার সৃষ্টি দিয়ে তোমার ছবি এঁকেছি।
বরণ করে তোমায় বিশ্ব, একেক জনে একেকভাবে--
তাই তো তুমি বিশ্বকবি সকল মানুষের কাছে।
গানের ভেলায় বেলা-অবেলায় হবে প্রাণের মেলা--
শান্তিনিকেতনে সকলে মিলে করবো হোরি খেলা।
আকাশ জুড়ে শুনবো তখন, তোমার অমৃতবানী
তুমি আমার পরম প্রভু,চাঁদের হাসিখানি।
তোমার গেহে, রেখেছো যত্নে,পালন করেছো খুশিতে--
তাইতো আমার হৃদয় দোলে, তোমার হাতের দোলাতে।
অসময়ে গেলে চলে,শুন্য হোলো রাজপুরী--
রাজপুরী তে বাজায় বাঁশি, পথিক তোমায় গড় করি।
তুমি শিল্পী, তাই শিল্পীর কোনো মৃত্যু নেই--
থাকবে বেঁচে কবি তুমি,মোদের মনের মাঝেতেই।
রচনাকাল : ৬/৮/২০২০
© কিশলয় এবং অসীমা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।